ঢাকারবিবার , ৭ এপ্রিল ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

যাকাতের কাপড় নিতে গিয়ে পদদ‌লিত হয়ে বৃদ্ধার মৃত্যু

ক্রাইম টাইমস রিপোর্ট
এপ্রিল ৭, ২০২৪ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: যাকাতের কাপড় নিতে গিয়ে পদদ‌লিত হয়ে বৃদ্ধার মৃত্যু

 

রাজবাড়ী‌তে যাকাতের কাপড় নি‌তে গিয়ে টিনের গেইট ভেঙে ঢুক‌তে গি‌য়ে ধাক্কায় মা‌টি‌তে পড়ে অজ্ঞাত (৬০) এক বৃদ্ধা ম‌হিলার মৃত্যু হয়েছে।

রোববার (৭ এপ্রিল) সকাল সা‌ড়ে ৬টার দি‌কে শহ‌রের ভবানীপুর আলহাজ মো. দে‌লোয়ার হো‌সেনের বাড়িতে এ ঘটনা ঘ‌টে।

বাড়ির দে‌লোয়ার মালিক বলেন, তি‌নি প্রতি বছ‌রের মতো এবারও ২৭ রমজা‌নে তার প্রায় সা‌ড়ে ৩ হাজার অসহায়, হত‌দিরদ্র মানু‌ষের মা‌ঝে যাকা‌তের শা‌ড়ি ও লু্ঙ্গি বিতর‌ণের ব্যবস্থা করেন। এ জন্য প্যান্ডেল ও গরমের জন্য ফ্যানের ব্যবস্থা রাখেন। সকাল ৭টা থে‌কে শা‌ড়ি ও লুঙ্গি বিতর‌ণের কথা থাক‌লেও ফজ‌রের নামাজা‌রের সময় থে‌কে মানুষ জ‌ড়ো হ‌তে থা‌কে। হঠাৎ সকাল সা‌ড়ে ৬টার দি‌কে বাড়ির একপা‌শের টি‌নের গেইট ভেঙে এক সা‌থে সবাই ধোকার চেষ্টা ক‌রে হত‌দরিদ্ররা। এ সময় এক বৃদ্ধা ম‌হিলা ধাক্কা লে‌গে মা‌টি‌তে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

তি‌নি আরও বলেন, সুশৃঙ্খলভা‌বে বিতরণের জন্য তি‌নি পু‌লি‌শেও আবেদন ক‌রেন। কিন্তু বিতর‌ণের সময় হওয়ার আগেই তাদের ধাক্কা ধা‌ক্কি‌তে এ ঘটনা ঘ‌টে। যে‌হেতু তার বাড়িতে এ ঘটনা ঘটেছে, সেহেতু ওই ম‌হিলার প‌রিচয় সনাক্ত হ‌লে তার প‌রিবা‌রের সদস্যদের সা‌থে আলোচনা ক‌রে সহ‌যো‌গিতা করা হ‌বে।

রাজবাড়ী সদর থানার ও‌সি ইফতেখারুল আলম প্রধান জানান, ওই ম‌হিলার প‌রিচয় শনা‌ক্তের চেষ্টা চল‌ছে।