
নিউজ ডেস্ক :: পাহাড়ের পুরো ঘটনা সরকারের পরিকল্পিত: রিজভী
পাহাড়ে স্বশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠির কর্মকাণ্ডে সরকারের রহস্যজনক ভূমিকা ও যোগসূত্র আছে। পুরো ঘটনা সরকারের পরিকল্পিত। সরকারের প্রত্যক্ষ ভূমিকা ছাড়া সন্ত্রাসীরা এমন ঘটনা ঘটাতে পারত না- এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
রোববার (৭ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, সরকার দেশকে সর্বগ্রাসী অত্যাচারী রাষ্ট্রে পরিণত করেছে। মানুষের মাঝে ঈদের আনন্দ নেই। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের এবারের ঈদ নিরানন্দে কাটবে। বাকশালি সরকারের কবলে পড়ে সাধারণ মানুষ দুর্বিসহ জীবনযাপন করছে।
বিএনপির এই নেতা আরও বলেন, আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থাকে কলুষিত করে ক্ষমতা দখল করে আছে। দেশে সংবিধান ও আদালত বলতে কিছু নেই। একজন ব্যক্তির কথাই দেশের আইন। নির্বাচনের পর জামিন পেলেও নেতাকর্মীদের নতুন করে কারাগারে পাঠানো হচ্ছে। বহু নেতাকর্মীকে কারাগারে ঈদ করতে হবে। এসময় ঈদের আগে নেতাকর্মীদের মুক্তির দাবিও জানান তিনি।


 

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                     
                                     
                                    