নিউজ ডেস্ক :: পানিতে পড়ে গেল ভাই, বাঁচাতে গিয়ে বোনেরও মৃত্যু
যশোরের মনিরামপুর উপজেলার বারপাড়া গ্রামে পানিতে ডুবে শিশু সামিয়া (৭) ও সাবিদ (৫) নামে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে।শনিবার (৬ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির সবাই কাজ করছিলেন। এসময় ভাই-বোন বাড়ি থেকে বের হয়ে পাশের পুকুরে মুখে পানি দিতে যায়।
প্রথমে ভাই পা পিছলে পুকুরে পড়ে যায়। তাকে ধরতে গিয়ে পানিতে পাড়ে যায় ছোটবোনও। পরে তাদের বাড়িতে না পেয়ে খুঁজতে বের হয় বাবা-মা। খোজাখুজির একপর্যায়ে পুকুরের পানিতে মরদেহ ভেসে উঠতে দেখেন শহিদুল ইসলাম নামে একজন। পরে তিনি পানিতে নেমে উদ্ধার করেন আরও একজনের মরদেহ।
পরে স্থানীয়রা দ্রুত তাদের পাশ্ববর্তী বাজারে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে মনিরামপুর থানার ওসি মেহেদি মাসুদ জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়েছে বলেও জানান তিনি।