নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সদর উপজেলার পথে প্রান্তরে ছুটছেন চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির
সাধারণ মানুষের সম্ভাবনাময় স্বপ্নকে বাস্তবে রুপ দেয়ার লক্ষে স্মার্ট বরিশাল সদর উপজেলা গড়ার প্রতিশ্রুতি নিয়ে উপজেলার পথে প্রান্তরে ছুটছেন চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন।
তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যহত রাখতে এবং একটি সুন্দর সমাজ উপজেলাবাসীকে উপহার দিতে তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন।
চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির যেখানেই যাচ্ছেন সেখানেই সাধারন মানুষ তাদের নানা সমস্যার কথা তুলে ধরছেন, তিনি গুরুত্বের সাথে তাদের সমস্যার কথা শুনে তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করছেন। যার ফলে দিনি দিন দল মত নির্বিশেষে সাধারন মানুষের কাছে তিনি জনপ্রিয় হয়ে উঠছেন।
টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের সোমরাজী গ্রামের ওসমান বলেন, আমাদের গ্রামে কৃষদের একটি বড় সমস্যা ছিলো পানি সেচের সমস্যা, যার ফলে দীর্ঘদিন ধরে চাষাবাদে সমস্যা হচ্ছিলো। শনিবার এসএম জাকির হোসেন ভাই আমাদের গ্রামে এসে যখন কৃষকদের সমস্যার কথা শুনে তখন তিনি তাৎক্ষণিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে আমাদের পানির সেচের সমস্যা সমাধারন করে দেয়।
চরকাউয়া ইউনিয়নের দিনমজুর ইসমাইল বলেন, আমার মতো একজন মানুষকে জাকির ভাই নতুন ভ্যান উপহার দিয়েছেন, আমি এর মাধ্যমে জীবিকা নির্বাহ করছি। আল্লার তার মনের আশা কবুল করুক।
গনসংযোগকালে এসএম জাকির বলেন, আমি সাধারণ মানুষের জন্য প্রার্থী হয়েছি। সাধারণ মানুষ আমার পক্ষে কাজ করছে। আমি সকলকে সাথে নিয়ে বরিশাল সদর উপজেলার উন্নয়ন করতে চাই। আমার কাছে মানুষের কোন ভেদাভেদ নেই, সকলেই সমান।
তিনি আরও বলেন, আমি বড় বড় কথা বিশ্বাসী না, আমি কাজে বিশ্বাসী আমি কি করবো তা সদর উপজেলাবাসী আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলে কাজের মাধ্যমে দেখবে ইনশাআল্লাহ।
এসএম জাকির হোসেন বরিশাল প্রেসক্লাবের একাধিকবার নির্বাচিত সাধারন সম্পাদক। তিনি বরিশাল সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের সাবেক জনপ্রিয় কাউন্সিলর। বরিশাল মেট্রোপলিটন কমিউনিটি পুলিশং এর কেন্দ্রীয় সাধারন সম্পাদক হিসেবেও দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন তরুণ এই রাজনীতিবীদ। এছাড়া তিনি বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ পদে নেতৃত্ব দিচ্ছেন।
আসন্ন বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে এসএম জাকিরের মতো একজন মানুষকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করার আশাবাদ ব্যক্ত করছেন সাধারন মানুষ।