ঢাকাশুক্রবার , ১৯ এপ্রিল ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা–বরিশাল মহাসড়ক ৬ লেনের অনুমোদন: বিডা চেয়ারম্যান

ক্রাইম টাইমস রিপোর্ট
এপ্রিল ১৯, ২০২৪ ১২:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ঢাকা–বরিশাল মহাসড়ক ৬ লেনের অনুমোদন: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেছেন, ‘ভাঙা থেকে পায়রা পর্যন্ত বরিশাল-ঢাকা মহাসড়ক ৬ লেনের অনুমোদন হয়েছে। বরিশালে আগামী ৫ বছর হবে উন্নয়নের স্বর্ণ যুগ। এরই মধ্যে বড় প্রকল্পগুলো শেষ হবে। এক্সপ্রেস রেল লাইন হবে দক্ষিণাঞ্চলে।’

আজ বৃহস্পতিবার বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

লোকমান হোসেন মিয়া বলেন, ‘প্রধানমন্ত্রীর আহ্বানে আগামী ২০ ও ২১ এপ্রিল চীনের রাষ্ট্রদূত দক্ষিণাঞ্চল সফর করবেন। আশা করা যাচ্ছে, চীন এ অঞ্চলে বড় বিনিয়োগ করবে। এখানে শিল্পের উন্নয়ন দরকার।’

নগরের উন্নয়ন প্রসঙ্গে বিডা চেয়ারম্যান বলেন, ‘বিসিসির লক্ষ্য হতে হবে রাজশাহীর চেয়ে ভালো করার। এরপর থাইল্যান্ডের মতো আগাতে হবে। নদীকে ঘিরে নগরীর সৌন্দর্যবর্ধন এগিয়ে নিতে হবে। ৭ লাখ লোকের নগরীর বর্জ্য ব্যবস্থাপনা জরুরি হয়ে পড়েছে।’

সভাপতির বক্তব্যে সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেন, ‘বরিশালবাসী সমস্যায় জর্জরিত ছিল। আমি দায়িত্ব নিয়ে সুসংগঠিত করার উদ্যোগ নিয়েছি। বরিশালবাসী সব দিকেই দরিদ্র। আশা করছি, ১০ বছরে বরিশালের চেহারা পাল্টে যাবে।’

তিনি বলেন, ‘অর্থনীতির শ্বাস প্রশ্বাসের কেন্দ্র সমুদ্রবন্দর। এই সুযোগটা কাজে লাগাতে হবে। নগরীর আবাসিক সমস্যা, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, জলাবদ্ধতা দূরীকরণ এবং বর্জ্যব্যবস্থাপনায় জোর দিতে হবে।’ বিডা এ ক্ষেত্রে সহযোগিতা করবে বলে মনে করেন তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন–বিডার নির্বাহী সদস্য ড. খন্দকার আজিজুল ইসলাম, প্যানেল মেয়র জিয়াউর রহমান বিপ্লব, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেন, সচিব মাসুমা আক্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ প্রমুখ। এর আগে বিডার নির্বাহী চেয়ারম্যানকে সিটি করপোরেশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।