নিজস্ব প্রতিবেদক :: মাধবপাশায় জাতীয়পার্টির নির্বাচন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।
দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বরিশাল বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়ন জাতীয়পার্টির নির্বাচন পরিচালনা আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয় হলরুমে সাবেক ইউপি সদস্য ও নির্বাচন পরিচালনার আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন বেপারী সভাপতিত্বে মাধবপাশা ইউনিয়ন জাতীয় যুব সংহতির সভাপতি রফিকুল ইসলাম মাস্টারের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা জাতীয়পার্টির আহ্বায়ক মুকিতুর রহমান কিসলু। অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয়পার্টির যুগ্ন-আহ্বায়ক ও মাধবপাশা ইউপি চেয়ারম্যান ও মাধবপাশা নির্বাচন কমিটির উপদেষ্টা মোঃ সিদ্দিকুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মোবাশের সিকদার, ইউপি সদস্য ও নির্বাচন পরিচালনার সদস্য সচিব মোঃ বশির সিকদার, নির্বাচন কমিটির যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য শাহজাহান বাদশা, যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেনের, জামাল হোসেন মোল্লা, হাফিজুর রহমান, কাজী ফারুক, শেখ ফরিদ, ইমরান মোল্লা , মাধবপাশা ইউপির ছাত্র সমাজের সভাপতি রাতুল সিকদার, সহ আরো নেতৃবৃন্দ।