নিজস্ব প্রতিবেদক :: বাবা-মা ও চরমোনাই পীরের কবর জিয়ারত করে
আনুষ্ঠানিক প্রচারণায় চেয়ারম্যান প্রার্থী, এসএম জাকির হোসেন।
আগামী ৮ মে অনুষ্ঠিতব্য বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীক পেয়েছেন চেয়ারম্যান প্রার্থী ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।
মঙ্গলবার সকালে রিটার্নিং কর্মকর্তা ওয়াহিদুজ্জামান মুন্সী তাঁর হাতে নির্বাচনের প্রতীক তুলে দেন। এরপর বিকেল ৪টা থেকে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেন চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন।
এর আগে নগরীর মুসলিম গোরস্থানে চির নিদ্রায় শায়িত মরহুম বাবা-মায়ের কবর জিয়ারত করেন এসএম জাকির হোসেন। পরে চরমোনাই মাদ্রাসা চত্বরে চির নিদ্রায় শায়িত চরমোনাই’র মরহুম পীরের কবর জিয়ারত করেন তিনি।
এরপর চন্দ্রমোহন ইউনিয়ন থেকে মোটরসাইকেল প্রতীকে ভোট চেয়ে প্রচার-প্রচারণা শুরু করেন চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন। চন্দ্রমোহন ফাজিল মাদ্রাসা মাঠে সর্বস্তরের মানুষের আয়োজনে নির্বাচনী উঠোন বৈঠকে বক্তব্য দেন চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন। প্রচারণার প্রথম উঠোন বৈঠক জনসভায় পরিণত হয়। মোটরসাইকেল প্রতীকের সেøাগানে মুখোরিত হয় গোটা এলাকা।
এসময় এসএম জাকির হোসেন তার বক্তব্যে বলেন, ‘আমি সদর উপজেলার মানুষের জন্য প্রার্থী হয়েছি। আপনারা আমাকে মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি কথা দিচ্ছি সকলকে সাথে নিয়ে সদর উপজেলাকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবো ইনশাআল্লাহ্।
চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল হকের সভাপতিত্বে উঠোন বৈঠকে ৮ মে উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে ভোট চেয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্না, চন্দ্রমোহন ইউপি সদস্য নজরুল ইসলাম প্রমুখ।
এসময় চন্দ্রমোহনসহ বরিশাল সদর উপজেলার উন্নয়নে মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে এসএম জাকির হোসেনকে নির্বাচিত করার আহ্বান জানান বক্তারা।
পরে চন্দ্রমোহন বাজার ও টুমচর বাজারে গণসংযোগ করেন চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন।
এছাড়া টুঙ্গিবাড়িয়া ইউনিয়নে একটি পথসভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন।
অপরদিকে, রাতে সদর উপজেলার চাদপুরা ইউনিয়নের সাহেবের হাটে মোটরসাইকেল মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন এসএম জাকির হোসেন।