ঢাকাবৃহস্পতিবার , ১৫ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

পিলখানা, শাপলা চত্বর ও ছাত্র জনতা কে গ*ণ*হ*ত্যা*র বিচার দাবিতে মেহেন্দিগঞ্জ বিএনপি’ কর্মসূচি

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ১৫, ২০২৪ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

হাসান মাহমুদ :: দ্বিতীয় দিনের মত অবস্থান কর্মসূচি পালন করছে মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে আলেম হত্যাকাণ্ড এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হাজারো মানুষের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি। আজ ১৫ ই আগস্ট বৃহস্পতিবার বেলা আনুমানিক এগারোটার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে এই কর্মসূচি পালন করে দলটি। অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, পৌর বিএনপির আহবায়ক রিয়াজ শাহিন লিটন, সদস্য সচিব দিনু চৌধুরী, যুবদল বরিশাল জেলা উত্তর শাখার আহ্বায়ক সালাউদ্দিন পিপলু সহ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল ও মহিলা দলের নেতৃবৃন্দ। আজকের অবস্থান কর্মসূচিতে যুবদল মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক বিশাল মিছিল অনুষ্ঠান স্থলে যোগ দিয়ে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করে তোলে।
অনুষ্ঠানে বক্তরা বিগত স্বৈরাচারী সরকারের আমলের গুম খুন দুর্নীতি সহ সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের পেটোয়া বাহিনী দিয়ে নির্বিচারে গুলি করে শত শত ছাত্র জনতা কে খুনের অবিলম্বে বিচার দাবি করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি মিজানুর রহমান মুকুল বলেন দেশে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে। হিন্দুদের বাড়িতে এবং মন্দিরে আওয়ামী বাহিনী দিয়ে জ্বালাও পোড়া ও আক্রমণ প্রতিহত করতে মেহেন্দিগঞ্জের যুবদল ছাত্রদল সহ মেহেন্দিগঞ্জের জনসাধারণকে চোখ কান সজাগ রাখার জন্য বিনীত আহ্বান জানান। অবস্থান কর্মসূচির সভাপতি গিয়াসউদ্দিন দিপেন বলেন দেশে নতুন করে কোন প্রকার অরাজকতা বরদাস্ত করা হবে না। সংখ্যালঘুদের মন্দিরে অবস্থান করে শিফট ভিত্তিক সোচ্চার সজাগ দায়িত্ব পালন করার জন্য মেহেন্দিগঞ্জ উপজেলার যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল কর্মীদের আহ্বান জানিয়ে অবস্থান কর্মসূচি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন তিনি।।