ঢাকাশুক্রবার , ১৩ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে যুবদলের হা*ম*লা*য় সাংবাদিকসহ পরিবারের ৫ জন আ*হ*ত

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ১৩, ২০২৪ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার :: বরিশাল উজিরপুরের সাংবাদিক শাকিল মাহমুদ বাচ্চু ও তার এইচএসসি পরীক্ষার্থী ছেলে তুর্ষ মাহমুদ রাতুল কেসহ তিন ভাই লিটন, মিঠু ও জুয়েলকে রড দিয়ে পিটিয়ে আহত করেছে স্থানীয় যুবদলের ক্যাডাররা। যুবদলের দুই ভাই মিজান ও আনিচ ফকিরের নেতৃত্বে দুই দফায় এ হামলা চালায় হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালে ভর্তি করেছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শিকারপুর বন্দরে এ হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিক বাচ্চু দৈনিক দেশ রুপান্তর ও স্থানীয় দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার উজিরপুর প্রতিনিধি।

আহত সাংবাদিক বাচ্চু জানান, উজিরপুরের শিকারপুর বাজারের ইজারাদার তিনি। গত ৫ আগষ্টের পর বাজারের টোল উত্তোলন করতে নিষেধ করে আসছে যুবদল ক্যাডার মিজান ও তার ভাই আনিচ ফকির। পরে সংবাদ মাধ্যমে জানতে পারি, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঘোষণা দিয়েছেন, দলের কেউ দখল-চাঁদাবাজিতে জড়িত থাকলে তার রক্ষা নেই। তাই মনে বিশ্বাস ছিল- যুবদলের ২ ভাই বিষয়টি নিয়ে আর অগ্রসর হবে না।

তাই বৃহস্পতিবার হাটের দিন টোল আদায় করতে যায় ছেলে রাতুল। এ সময় মিজান ও আনিচ শিক্ষার্থী রাতুলকে মারধর করে। সন্তানের আহত খবর পেয়ে ঘটনাস্থলে গেলে আমাকেও মারধর কে। পরবর্তীতে ভাই-ভাতিজার উপর হামলার খবর শুনে ঘটনাস্থলে চাচারা আসলে হামলাকারীরা তাদেরকেও বেদম মারধর করে।

হামলাকারীরা লিটনের পেটের মধ্যে রড ঢুকিয়ে দিয়েছে, জুয়েলের হাত ভেঙ্গে ফেলেছে ও মিঠুর মাথায় আঘাত করেছে। এ হামার ঘটনায় মামলা করবেন বলে জানিয়েছেন সাংবাদিক বাচ্চু।

উজিরপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জাফর আহমেদ বলেন, মারামারি হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।