
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে চাঁদা না দেয়াকে কেন্দ্র করে ঠিকাদারের উপর হামলার অভিযোগ।
বরিশাল বিভাগের পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় চাঁদা না দেয়াকে কেন্দ্র করে বশির আলম নামে এক ঠিকাদারকে হামলা চালিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
গত ১২ নভেম্বর বুধবার রাত আনুমানিক বারোটার দিকে উপজেলার সুবিদখালী বাজার নান্নু মার্কেট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
আহত বশির উপজেলার ৪ নং দেউলি সুবিদখালী ইউনিয়নের পূর্ব সুবিদখালী গ্রামের এক নং ওয়ার্ডের মোহাম্মদ ইউনুস আলী শিকদারের ছেলে ও একজন ঠিকাদার।
বর্তমানে গুরুতর অবস্থা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত বশির জানান, দীর্ঘদিন ধরে বশির প্রবাসী ছিলেন, গত ৫ বছর পূর্বে দেশে আসার পর থেকে ঠিকাদারি কাজ করে আসছেন। ৫ ই আগস্ট সরকার পতনের পর থেকে বিএনপি নামধারী একটি গ্রুপ বশিরের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। তবে এ চাঁদার মূল হোতা ছিলেন মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেসুর রহমান।
তিনি আরো জানান, প্রায় সময় ছাত্রদল আহবায়ক মোখলেছ চাদা না পেয়ে তার বাহিনী দিয়ে বশির ও তার পরিবারকে বিভিন্ন ভয়-ভীতি সহ খুন জখমের হুমকি দিয়ে আসছে।
ঘটনার দিন গত বুধবার রাত নয়টার দিকে নান্নু মার্কেটের সামনে পেয়ারা কিনতে আসলে হঠাৎ মোকলেসের নির্দেশে তার সহযোগী মাদক ব্যবসায়ী সাইফুল, হাসান রারি, মাসুম হাওলাদার, সেজান জাকির, সহ একদল দুর্বৃত্ত সন্ত্রাসী পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় বশির উপরে অতর্কিত হামলা চালায়।
বশিরকে রড দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়, স্থানীয় ও পরিবারের স্বজনরা আহতকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাথমিক চিকিৎসা দেয়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেলের রেফার করা হয়।
এ ঘটনায় মির্জাগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শামিম হাওলাদার জানান, হামলার বিষয়টি শুনেছি, চাঁদাবাজি কিনা অভিযোগ দিলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।


