ঢাকাবুধবার , ২০ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় কিশোর গ্যাং সন্ত্রাসীদের হামলায় রক্তাক্ত  রিফাত হাসপাতালে ভর্তি 

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ২০, ২০২৪ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: কলাপাড়ায় কিশোর গ্যাং সন্ত্রাসীদের হামলায় রক্তাক্ত  রিফাত হাসপাতালে ভর্তি।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সিনিয়র জুনিয়রকে কেন্দ্র করে রিফাত নামে এক শিক্ষার্থীক কুপিয়ে মারাত্মক জখম করার অভিযোগ পাওয়া গেছে।
গত ১৯ নভেম্বর সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার পৌরসভার সিনিয়ার মাদ্রাসা রোড এলাকায় এ ঘটনা ঘটে।
আহতের নাম রিফাত মোল্লা (১৫)। সে ওই এলাকার প্রবাসী রিপন মোল্লার ছেলে ও খেপুপারা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।
বর্তমানে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
ধারালো অস্ত্রের আঘাতে রিফাতের পিঠে বড় ধরনের জখম হয়ে ফুসফুসে আঘাত লাগে এবং পিঠের দুটি হাড় ভেঙ্গে যায়। তবে অবস্থার অবনতি হলে যে কোন সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করতে পারে বলে জানিয়েছেন চিকিৎসক।
রিফাতের সহপাঠী মাহীন জানান, গত ১৯ নভেম্বর বিকেলে সিনিয়র জুনিয়রকে কেন্দ্র করে মাদ্রাসা পড়ুয়া জুনিয়র ছাত্র আলিফ, জাহিদ এবং বহিরাগত অপুসহ একদল কিশোর গ্যাং আমার ও আমার সাথে থাকা বন্ধু রিফাতের সাথে দুর্ব্যবহার করে। আমরা প্রতিবাদ করলে এক পর্যায়ে তারা চড়াও হয়ে যায়। পরে আমরা ঘটনাস্থল থেকে চলে যাই। সন্ধ্যা ছয়টার দিকে মাদ্রাসা রোড কালভার্ট থেকে আমি ও রিফাত বাসায় আসার সময় হঠাৎ হুমায়ুন হাজীর বাসার সামনে আমাদেরকে পথরোধ করে আলিফ জাহিদ, অপু, শাফিন, জুবায়ের, রোমান, মনিরুল, সহ একদল কিশোর গ্যাং সন্ত্রাসী। এক পর্যায় সিনিয়র জুনিয়রকে কেন্দ্র করে রিফাতকে ধারালো অস্ত্র দিয়া হত্যার চেষ্টা কুপিয়ে রক্তাক্ত জখম করে আলিফ সহ অন্যান্য সহযোগীরা। এ সময় আমি বাঁচাতে গেলে আমার উপরও হামলা চালানো হয়। ঘটনাস্থল থেকে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে রিফাতের অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেলের রেফার করা হয়। বর্তমানে রিফাত সার্জারি বিভাগে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। যেকোনো সময় তার অস্ত্র পাচার হতে পারে।
মাহিন আরো জানান, এসব হামলার নেতৃত্ব দিয়েছে কিশোর গ্যাং সন্ত্রাসী আনান গাজী।
এ ঘটনায় কলাপাড়া থানায় মামলার অভিযোগ দেয়া হয়েছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।