
নিজস্ব প্রতিবেদক :: গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ।
রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (৯ নভেম্বর) গভীর রাতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। সোমবার (১০ নভেম্বর) মিরপুরের ডিসি মাকছুদের রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
Pause
Mute
Remaining Time -9:45
Unibots.com
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মোটরসাইকেলে করে এসে হেলমেট পরা দুই ব্যক্তি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। ফুটেজ দেখে ওই দুইজনকে শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন গণমাধ্যমকে জানান, কে বা কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে সেটির তদন্ত করছে পুলিশ। তবে এখনো কাউকে আটক করা যায়নি।
আরও পড়ুন: রাজধানী থেকে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আ. লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, সিসিটিভি ফুটেজে ভোররাত পৌনে ৪টার দিকে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি গ্রামীণ ব্যাংকের সীমানা ঘেঁষে একটি ককটেল ছুড়ে মারেন। সেটি বিস্ফোরণের পরপর তারা পালিয়ে যান। দু’জনের মাথায় হেলমেট ছিল।


