
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল জেলায় ৫৭৭ ও মহানগরে ২৩টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। রোববার সকালে বরিশালের জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে বরিশাল জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বক্তব্য রাখেন অতিরক্ত উপ-পুলিশ কমিশনার বেল্লাল হোসাইন, পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন। সভায় জানানো হয় বরিশালে অক্টোবর মাসে মোট ৪৩২টি অপরাধ সংগঠিত হয়েছে। এরমধ্যে বরিশাল মেট্রোপলিটন এলাকায় ১৪৭ টি ও জেলায় ২৮৫ টি। অক্টোবর মাসে মেট্রোপলিটন এলাকায় পাঁচটি অপহরণের ঘটনা ঘটেছে। সেপ্টেম্বর মাসে একটি অপহরণের ঘটনা ঘটেছে।
এ থেকে বোঝা যায় বরিশাল মেট্রোপলিটন এলাকায় অপহরণের সংখ্যা বেড়েছে। অপরদিকে মেট্রোপলিটন এলাকায় ১৩টি ধর্ষণের ঘটনা ঘটেছে সেপ্টেম্বর মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে ১৫টি। অপরদিকে জেলায় ২৮৫ টি অপরাধ সংগঠিত হয়েছে। সেপ্টেম্বর মাসে জেলায় ১৮৬ টি অপরাধ সংগঠিত হয়েছে। এ থেকে বোঝা যায় অক্টোবর মাসে বরিশাল জেলায় অপরাধের সংখ্যা বেড়ে গেছে। আইন শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক বলেন-নির্বাচনকে সামনে রেখে যাতে কোন অপরাধ না ঘাটে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। শহরে কিশোর গ্যাং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। জেলা প্রশাসক বলেন-কোন রাস্তা বন্ধ করে জনগণের ভোগান্তি সৃষ্টি করে আন্দোলন করা যাবে না।


