ঢাকাবৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে শর্ট সার্কিটের আ*গুনে পু*ড়লো ৮ টি দোকান

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ১২, ২০২৪ ২:২১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: পিরোজপুরে শর্ট সার্কিটের আ*গুনে পু*ড়লো ৮ টি দোকান

বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় উপজেলার শ্রীরামকাঠী বাজারে অগুনের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাজারের মুদি ব্যবসায়ী শাহজাহানের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে দুটি ইউনিটের একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মুদি, ইলেক্ট্রনিক্স, মোবাইলসহ আট দোকান পুড়ে যায়।শ্রীরামকাঠী বাজারের মুদি ব্যবসায়ী শাহজাহান বলেন- আগুনের খবর শুনে আসতে আসতে সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নাজিরপুর উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোয়াইব হোসেন বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের ঘটনায় আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।