ঢাকাশুক্রবার , ১০ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে যুবলীগ নেতা পন্ডিত রাজিবকে অ*স্ত্র দিয়ে  কুপিয়েছে স*ন্ত্রা*সীরা

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ১০, ২০২৫ ১:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: পূর্ব শত্রুতার জের ধরে যুবলীগ নেতা শাহরিয়ার সাচিব রাজিব (পন্ডিত রাজিব)কে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। গতকাল রাত সোয়া ১০ টার দিয়ে গোরস্থান রোড কাশেমা বাদ খানকার সামনে এ ঘটনা ঘটে। রাজিবের হাতে, পায়ে, বুকে ধারালো অস্ত্রের প্রায় ১২টি আঘাত রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তার আঘাত অত্যন্ত গুরুতর এবং অবস্থা আশঙ্কাজনক। আহত রাজিবের স্ত্রী জানান, জ্ঞান থাকাবস্থায় রাজিব জানিয়েছে অক্সফোর্ড মিশন রোডের টেইলার্স বাচ্চু এবং আরো ১জন পূর্ব শত্রুতার জেরে বগা দাও দিয়ে রাস্তার ওপরে কুপিয়ে ফেলে রেখে গেছে।

 

 

 

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে। কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানিয়েছেন, আহত রাজিবকে হামলার সময় সিসিটিভি ফুটেজে দেখা গেছে। দুই ব্যক্তি ধারালো দা নিয়ে তাকে ধাওয়া করে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

আহত শাহরিয়ার সাচিব রাজিব বরিশালের ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।

রাজিবের বোন শাহীনা আজমিন বলেন, স্থানীয় এক ব্যক্তির সঙ্গে তার ভাইয়ের পূর্ব বিরোধ ছিল। এ জের ধরেই বাসায় ফেরার পথে ওই ব্যক্তি এবং আরেকজন অজ্ঞাতনামা ব্যক্তি তাকে কুপিয়ে ফেলে রেখে যায়।

এ ব্যাপারে আহত রাজিবের স্ত্রী জানান, জ্ঞান থাকা অবস্থায় রাজিব বলেছেন, অক্সফোর্ড মিশন রোডের টেইলার্স বাচ্চু এবং আরেকজন পূর্ব শত্রুতার জেরে হামলা চালিয়েছে।

রাজিবের হাতে, পায়ে ও বুকে প্রায় ১২টি আঘাত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার অবস্থা অত্যন্ত গুরুতর হওয়ায় ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানান, সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। তবে হামলার সঠিক কারণ এখনও নিশ্চিত করা যায়নি।