ঢাকামঙ্গলবার , ১৪ জানুয়ারি ২০২৫

আমরা চাল আমদানি করছি গুদামে ধরে রাখার জন্য না, খাদ্য উপদেষ্টা

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ১৪, ২০২৫ ১:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, চালের বাজার স্থিতিশীল রাখতে বিভিন্ন জায়গা থেকে আমদানী করা হচ্ছে। আমরা চাল আমদানি করছি গুদামে ধরে রাখার জন্য না। বাজারে খাদ্য বিভাগের ওএমএস এর মাধ্যমে চাল বিক্রি করা হচ্ছে। ওএমএস কার্যক্রমের কারণে জনসাধারণ বাজার থেকে কম খাদ্য সংগ্রহ করবে। ফলে বাজারের উপর চাপ কমবে। ক্রমান্বয়ে বাজার অধিকতর স্থিতিশীল হবে। সোমবার দুপুরে বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে চলতি আমন সংগ্রহ ২০২৪-২০২৫ এর লক্ষ্যমাত্রা ও অর্জন বিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সভায় তিনি প্রধান অতিথি ছিলেন।

 

উপদেষ্টা আলী ইমাম মজুমদার আরও বলেন, প্রতি কার্য দিবসে প্রতি উপজেলায় দুই মেট্টিকটন চাল ওএমএসে দেয়া হচ্ছে। দরকার হলে ওএমএস আরও বাড়াবো। এতে সাধারণ মানুষের জন্য সুবিধা হবে। এছাড়া বরিশালে আমন সংগ্রহ অভিযান আশাব্যাঞ্জক মনে করছি। নির্ধারিত সময়ের মধ্যে সব আমন সংগ্রহ সম্ভব হবে বলে জানান তিনি। মতবিনিময় সভায় আমন সংগ্রহ মৌসুমের লক্ষ্যমাত্রা অর্জনে সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করা হয়েছে।