ঢাকাসোমবার , ২০ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ফেনসি.ডিলসহ যুবদল কর্মী আটক

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ২০, ২০২৫ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ১১ বোতল ফেনসিডিলসহ বরিশাল জেলার গৌরনদী উপজেলা যুবদল কর্মী রুহুল আমিন তালুকদারকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

রবিবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের গৌরনদী সার্কেলের সাব-ইন্সপেক্টর মো. ফাইজুল ইসলাম হৃদয় বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে ১৯ জানুয়ারি সন্ধ্যায় বড় কসবা এলাকায় অভিযান চালিয়ে রুহুল আমিন তালুকদারকে ১১ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়।

ওইদিন রাতে গ্রেপ্তারকৃতকে গৌরনদী মডেল থানায় হস্তান্তর পূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার সকালে গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করা হবে।