
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীতে খাল দখল করে বিএনপি নেতার ভাইয়ের গোডাউন নির্মাণ।
বরিশাল নগরীতে রুপাতলী গ্রামিন চক্ষু হাসপাতালের সামনে জেলা পরিষদের খাল দখল করে বিএনপি নেতার ভাইর গোডাউন তৈরি। এতে করে বর্ষা মৌসুমে পানি বন্দি হয়ে থাকে ২৫ নং ওয়ার্ড উকিল বাড়ী সড়ক সহ আশপাশের সাধারণ মানুষ। বছরের পর বছর এভাবে চলছে কিন্তু দেখার কেউ নেই। অভিযোগ উঠেছে বরিশাল জেলা পরিষদের অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে বহু বছর পূর্বে এই গোডাউন তৈরি করেন বিএনপি নেতার ভাই। স্থানীয়রা প্রতিবাদ করলেও কোন লাভ হয়নি বলে সূত্র নিশ্চিত করছে।
উকিল বাড়ী সড়কের কামাল জানান রুপাতলী বটতলা হয়ে মহাসড়ক ঘেষে এই খাল। এই খালে এক সময় নৌকা ও ট্রলার চলাচল করতো। কালের বিবর্তনে পুরানো খালটি দখলে এখন মৃত্যু খালে পরিনত হয়েছে। অভিযোগ করে বলেন খাল দখল করে বিএনপি নেতার ভাই গোডাউন তৈরি করে ভাড়া দিয়ে লাখ লাখ টাকা আদায় করছে। কিন্তু বর্ষা মৌসুমে পানি বন্দি হয়ে পড়ে এই এলাকার বাসিন্দারা।
সংশ্লিষ্ট বিষয় বরিশাল জেলা পরিষদের কর্মকর্তাদের যোগাযোগ করেও পাওয়া যায় নি।


