
নিউজ ডেস্ক :: বরিশাল জেলার উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম এর সাথে উজিরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ মে) বেলা ১১ টায় উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জের অফিস কার্যালয়ে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার হোসেন, কার্য নির্বাহী সদস্য সরদার সোহেল, প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সদস্য মোঃ খলিলুর রহমান, আহাদ সুমন, সোহাগ হাওলাদার, সাংবাদিক সুমন বালী, মেহেদী হাসানসহ অনেকে।
এ সময় অফিসার ইনচার্জ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন তিনি।