
নিউজ ডেস্ক :: বরিশাল, ২৫ মে: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বরিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বরিশাল মহানগর বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার। এতে দলের জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শহীদ জিয়া ছিলেন বাঙালির স্বাধিকার আন্দোলনের অন্যতম পথপ্রদর্শক এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় তাঁর অবদান চিরস্মরণীয়।
সভায় ৩০ মে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়, যার মধ্যে রয়েছে মিলাদ মাহফিল, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান এবং দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ।
সভায় বক্তারা আরও বলেন, দেশের বর্তমান সংকটময় মুহূর্তে শহীদ জিয়ার আদর্শ ও কর্মপন্থাই হতে পারে জাতির মুক্তির পথ।