
নিজস্ব প্রতিবেদক :: রোববার থেকে বরিশালে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা ।‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্যে জেলা প্রশাসক কার্যালয়ের মহাফেজখানা চত্বরে বিভাগীয় ও জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। বিভাগীয় কমিশনার (রুটিন দায়িত্ব) সোহরাব হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন।
মেলার উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সোহরাব হোসেন বলেন, ভূমি নিয়ে মানুষের অজ্ঞতার কারণে দালাল শ্রেণি সুবিধা করতে পারে। মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। ডিজিটাল যুগে সব সেবাই মানুষের হাতের মুঠোয় চলে এসেছে। এরই ধারাবাহিকতায় ভূমি সেবাকে ডিজিটাল করার কাজ এগিয়ে যাচ্ছে। ভূমি জরিপ থেকে শুরু করে শতভাগ জনবান্ধব ডিজিটালাইজ ভূমিসেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, এ মেলা আগামী ২৭ তারিখ পর্যন্ত চলবে । মেলায় বিভিন্ন সরকারি দপ্তরের ৮টি স্টল স্থান পেয়েছে। যেখানে আগত দর্শনার্থীরা সরাসরি সেবা গ্রহণ এবং তথ্য সংগ্রহের সুযোগ পাবেন।
জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আহসান হাবিব, উপ-ভূমি সংস্কার কমিশনার মৃনাল কান্তি দে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: ওবায়দুল্লাহ উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র?্যালি বের করা হয়। মহাসড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।