ঢাকাশনিবার , ১৮ নভেম্বর ২০২৩

আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি স্থগিত

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ১৮, ২০২৩ ১:২২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: নেতাকর্মীদের চাপে স্থগিত আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি।

আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি দ্বিতীয়বারের মতো স্থগিত করা হলো। প্রার্থী ও প্রার্থীর সঙ্গে আসা নেতাকর্মীদের অত্যাধিক চাপে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান বলেন, দলীয় নির্দেশনা না মানলে মনোনয়নপত্র বিক্রি শুরু করা হবে না।

 

এদিকে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম ৩টা পর্যন্ত স্থগিত থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। এর আগে ১১টার দিকে তিনি মনোনয়নপত্র বিক্রি স্থগিতের ঘোষণা দেন। তারও আগে মনোনয়নপত্র বিক্রি শুরুর কিছু সময় পরই প্রথমবার স্থগিত হয়েছিল।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তিনি নিজের এলাকা গোপালগঞ্জ-৩ আসনের জন্য একটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

নেতাকর্মীদের চাপে স্থগিত আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি
যে আসনের মনোনয়ন ফরম কিনলেন শেখ হাসিনা
শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ে তিনি উপস্থিত থাকলেও তার পক্ষে গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।