ঢাকাবুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে উচ্ছেদ অভিযান বিবির পুকুরপাড়ে ফিরেছে চিরচেনা রূপ

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ২:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে উচ্ছেদ অভিযান বিবির পুকুরপাড়ে ফিরেছে চিরচেনা রূপ

বরিশাল নগরীর ঐতিহ্যবাহী  বিবির পুকুরপাড় আবারও ফিরে পেয়েছে তাদের চিরচেনা রূপ। দীর্ঘদিন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে থাকার পর অবশেষে সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচালিত উচ্ছেদ অভিযানের ফলে নগরবাসীর প্রাণের বিনোদনকেন্দ্রগুলো মুক্ত হলো দখলমুক্ত পরিবেশে।

 

বিবির পুকুরপাড় থেকেও ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করেছে সিটি কর্পোরেশন। ফলে জলাশয়ের চারপাশে এখন বিরাজ করছে শান্ত ও পরিচ্ছন্ন পরিবেশ। পাশাপাশি নগরীর চৌমাথা লেকসহ অন্যান্য স্থান থেকেও অবৈধ দখলদার উচ্ছেদ করা হয়েছে।

নগরবাসীর মধ্যে ফিরে এসেছে আনন্দ ও স্বস্তি।

  • তরুণ শাহেদ বলেন, “অনেক বছর পর মনে হচ্ছে সত্যিকারের বিবির পুকুর পাড়ে বিয়ে যদি কর আমি যেন বিয়ে দিয়ে করবো  এসেছি। আগে দাঁড়িয়েই শান্তি পাওয়া যেত না, এখন পরিবেশ সুন্দর হয়েছে।”
  • নিয়মিত শরীরচর্চাকারী রোকেয়া বেগমের অভিমত, “এখন মুক্ত বাতাসে হাঁটা যায়, এটা আমাদের জন্য বড় আনন্দ।”
  • প্রবীণ বাসিন্দা নজরুল ইসলাম খান জানান, “বিবির পুকুরপাড় আমাদের শৈশব-যৌবনের স্মৃতির জায়গা। অনেক দিন পর পুরনো সেই সৌন্দর্য ফিরে এসেছে।”

তবে নগরবাসীর প্রত্যাশা, উদ্যোগটি যেন সাময়িক না হয়ে স্থায়ী রূপ পায়। তারা চান, পুনরায় যেন এসব স্থানে অবৈধ দখল করে স্থাপনা গড়ে তোলা না হয়।