ঢাকাবৃহস্পতিবার , ১২ জুন ২০২৫

আজ শ্রী*ল*ঙ্কা*য় যা*চ্ছেন বাংলাদেশ দলের ১০ সদ*স্য

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ১২, ২০২৫ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর শুরু হচ্ছে আজ। সফরের অংশ হিসেবে দুই ধাপে দেশ ছাড়ছেন খেলোয়াড়, কোচ এবং সাপোর্ট স্টাফরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টা ৫৫ মিনিটে শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দেবেন দলের ১০  সদস্য। এই বহরে থাকবেন খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফদের কিছু অংশ।

বাকি সদস্যরা আগামীকাল (১৩ জুন) দেশ ছাড়বেন।

সফরের সূচি অনুযায়ী, ১৭ জুন টেস্ট দিয়ে মাঠে গড়াবে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিপক্ষীয় সিরিজ। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে অনুষ্ঠিত হবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ।