
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বিভাগের পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ড গাজীপুর নিবাসী (১) অনিল দত্ত পিতা নরেন্দ্রনাথ দত্ত বর্তমান ইসলামী নাম আব্দুর রহমান (২) অনিমা দত্ত স্বামী অনিল দত্ত বর্তমান ইসলামী নাম ফাতিমা (৩) উত্তম কুমার পিতা অনিল দত্ত বর্তমান ইসলামী নাম নুরনবী। তাহারা একই পরিবারের তিনজন ১৮ জুন ২০২৫ তারিখে নোটারী পাবলিক এর মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
এ বিষয়ে ইসলাম ধর্ম গ্রহণ করা নওমুসলিম আব্দুর রহমান বলেন, আল্লাহ আমাদের বিবেক-বুদ্ধি দিয়েছেন। আমরা অনেক ভেবে চিন্তা করে দেখেছি একমাত্র ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলামের নিয়ম-নীতি আমার খুব ভালো লেগেছে। তাই আমরা শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করেছি। আমাদের জন্য দোয়া করবেন বাকি জীবন যেন ইসলামের আদর্শ নিয়ে চলতে পারি।