ঢাকাসোমবার , ২৩ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে পানি উ*ন্ন*য়ন বোর্ডের তা*ৎ*ক্ষ*ণিক ব্য*ব*স্থা*য় র*ক্ষা পেল মা*ধ্য*মিক বিদ্যালয়

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ২৩, ২০২৫ ২:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলাধীন শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর মহিশা ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয় ইউনিয়নের একমাত্র মাধ্যমিক। বিদ্যালয়ের ২ টি বহুতল ভবন রয়েছে, বেজমেন্টসহ ৩ তলা ভবনটি ইউনিয়নের একমাত্র সাইক্লন সেল্টার।

সম্প্রতি ওই এলাকায় তেঁতুলিয়া নদীর তীব্র ভাঙ্গন দেখা দেয় ফলে বিদ্যালয়ের ভবনসমূহ নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়, ফলে পুরো ইউনিয়নটি মাধ্যমিক বিদ্যালয় শুন্য হয়ে পরার সম্ভাবনা দেখা দেয়। স্থানীয় জনসাধারন উল্লেখিত স্থাপনাসমূহ নদী ভাঙ্গন হতে রক্ষার্থে পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোড় দাবি জানান। বিষয়টি অনুধাবন করে তাৎক্ষনিক পানি উন্নয়ন বোর্ডের সচিব, পানি সম্পদ মন্ত্রণালয় ও অতিরিক্ত মহাপরিচালকের (পশ্চিম রিজিয়ন) নির্দেশনায় তরিৎ ব্যবস্থা গ্রহন করলে বিদ্যালয়ের ভবন দুইটি রক্ষা পায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন জানান- স্কুলটি রক্ষা পাবে সেই আশা ছেড়ে দিয়েছিলাম। দ্রুত কাজ করায় বিদ্যালয়টি রক্ষা পেয়েছে। পানি সম্পদ উপদেষ্টাসহ পানি উন্নয়ন বোর্ডের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্থানীয় জনগন ও বিদ্যালয়টির শিক্ষকেরা তারা কাজের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ জাবেদ ইকবাল বলেন- বিদ্যালয়ের ভবন সমুহ তীব্র ভাঙন ঝুঁকিতে ছিলো, উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। সে মোতাবেক কাজ চলছে দ্রুতই কাজ শেষ হবে।