ঢাকাসোমবার , ২৩ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

খানাখ*ন্দে ভরা বাকেরগ*ঞ্জে*র পেয়ারপুর সেতুর ঢালের সং*যো*গ স*ড়*ক

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ২৩, ২০২৫ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::

বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের পেয়ারপুর সেতুর পূর্ব পাশের ঢালে কবাই – গোমা সংযোগ সড়ক এখন মড়ন ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত যাত্রী বাহী ও পণ্য বাহী যানবাহন চলাচল করে।

কিন্তু এই সংযোগ সড়কটির মাঝে, মাঝে ইট উঠে বড় বড় ভাঙন সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের জন্য অনুপোযোগী হয়ে উঠেছে। তাছাড়া বর্ষা মৌসুম হওয়ার কারণে ভাঙ্গা রাস্তার ভিতরে পানি জমে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যা যানবাহন চলাচলের সময় যে কোন ধরনের মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।

উপজেলার ১৪ টি ইউনিয়নের মধ্যে ৬ টি ইউনিয়নের জনসাধারণের উপজেলা ও জেলা সদর সহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের একমাত্র পথ এই পেয়ারপুর ব্রিজ। কিন্তু ব্রিজে ওঠার সংযোগ সড়কটি খানাখন্দে পরিপূর্ণ। এই রাস্তা দিয়ে চলাচলে সবচেয়ে বেশি বিড়ম্বনা পড়ছে রুগী বহনকারী যানবাহন।

বিশেষ করে গর্ভবতী নারীদের জরুরি প্রয়োজনে হাসপাতালে নিতে নিতে রুগী পথেই বাচ্চা প্রসব,কিংবা মারা যাওয়ার উপক্রম হয়। এ রাস্তা ব্যবহার কারী একাধিক যানবাহনের চালক ও জনসাধারণের সাথে আলাপ করলে তারা অনতিবিলম্বে রাস্তাটি সংস্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবি করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ হাসনাইন আহমেদের নিকট জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে জানান, রাস্তাটি সংস্কারের জন্য খুব শ্রীগই ব্যবস্থা নেওয়া হবে।