
নিউজ ডেস্ক ::
জাতীয় পরিচয়পত্র সংশোধন ও সংগ্রহে সেবাগ্রহীতার নিকট ঘুষ গ্রহণ, হয়রানি, দালাল চক্রের দৌরাত্ম্যসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৩ জুন ) দুদকের জেলা কার্যালয় থেকে একযোগে ১৩টি জেলা নির্বাচন অফিসে কার্যালয়ে একযোগে এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে জাতীয় পরিচয়পত্র সংশোধন ও সংগ্রহে সেবাগ্রহীতার নিকট ঘুষ গ্রহণ, হয়রানি ও অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানা যায়।
যেসব অফিসে দুদকের অভিযান- দুদকের বিভিন্ন জেলা কার্যালয় থেকে অভিযান পরিচালিত হয়। যার মধ্যে রয়েছে- রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ ও জামালপুর জেলা নির্বাচন অফিস।
নতুন জাতীয় পরিচয়পত্র প্রদান, জাতীয় পরিচয়পত্র সংশোধন ও সংগ্রহে সেবাগ্রহীতার নিকট ঘুষ গ্রহণ, হয়রানি, দালাল চক্রের দৌরাত্ম্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ যাচাইয়ে রংপুর জেলা নির্বাচন অফিসে দুদক টিম ছদ্মবেশে অভিযান চালায়। তারা পাসপোর্টের জন্য জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে গিয়ে সেবাগ্রহীতারা হয়রানির প্রমাণ পায়।
অন্যদিকে জাতীয় পরিচয়পত্র ভেরিফিকেশনের জন্য সরকারি ফি ২৩০ টাকা অনলাইনে জমা দেওয়ার নিয়ম থাকলেও কিছু অসাধু কর্মচারী রশিদ ছাড়াই নগদ অর্থ গ্রহণ করে ভেরিফিকেশন করছেন বলে প্রমাণ পাওয়া যায় রাজশাহী জেলা নির্বাচন অফিসে।
কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসে ২০২২ সালে করা আবেদন ২০২৫ সালে এসে খারিজ করা হয়েছে বলে দুদক টিম দেখতে পায়। টিম জানতে পারে, বহুদিন ঘুরেও সেবাগ্রহীতারা সেবা পাচ্ছেন না। একাধিক ভুক্তভোগী নারীসহ আবেদনকারীদের কাগজপত্র পরীক্ষা করে বিষয়টির সত্যতা নিশ্চিত করা হয়।
আবার ময়মনসিংহ জেলা নির্বাচন অফিসে দুর্নীতি, হয়রানি ও অনিয়মের অভিযোগে পরিচালিত অভিযানকালে সেবাগ্রহীতা ও কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য নেওয়া হয়। অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুপারিশ করা হয়েছে বলে দুদক জানায়।
এদিকে পাবনা জেলা নির্বাচন অফিসে অনলাইন আবেদন অনুমোদনে অস্বাভাবিক বিলম্বের সত্যতা মিলেছে দুদকের অভিযানে।
বরিশাল জেলা নির্বাচন অফিসে অভিযানকালে সেবাগ্রহীতারা জানান, প্রায়ই ফিঙ্গারপ্রিন্ট দিতে এসে তারা সার্ভার সমস্যার সম্মুখীন হন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ প্রদান করে দুদকের এনফোর্সমেন্ট টিম।
প্রায় একই চিত্র পাওয়া যায় নওগাঁ জেলা নির্বাচন অফিস, দিনাজপুর, বগুড়া, জামালপুর, পটুয়াখালী, ঠাকুরগাঁও ও পিরোজপুর জেলায় একযোগে এনফোর্সমেন্ট অভিযানে। অনেক জেলায় পরিচালিত অভিযানে তাৎক্ষণিকভাবে সেবাপ্রার্থীদের সমস্যা সমাধানেরও পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে দুদক জানিয়েছে।
এর আগে গত ৭ মে ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট প্রদানে দালালদের মাধ্যমে ঘুষ লেনদেনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ঢাকাসহ ৩৫ বিআরটিএ অফিস, গত ২৯ এপ্রিল বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে প্রধান কার্যালয়সহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ৩৬ অফিসে এবং গত ১৬ এপ্রিল দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি ও নকল উত্তোলনসহ অন্যান্য কাজে সেবা প্রার্থীদের হয়রানি এবং ঘুষ দাবিসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে দেশের ৩৫ সাব-রেজিস্টার অফিসে অভিযান পরিচালনা করেছিল দুদক। এরই ধারাবাহিকতায় সরকারি সেবা নিয়ে একযোগে ১৩ নির্বাচন অফিসে অভিযান পরিচালনা করা হয়।