ঢাকাবৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল মহানগর যুবলীগ নে*তা খান মামুনের জামিন না*ম*ঞ্জু*র

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ২৬, ২০২৫ ২:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।

বুধবার (২৫ জুন ), বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান চৌধুরীর আদালতে মামুনের পক্ষে জামিন আবেদন করা হলে বিচারক তা খারিজ করে দেন এবং তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার জিআরও এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, একটি রাজনৈতিক মামলার অভিযোগে রাজধানী ঢাকা থেকে খান মামুনকে গ্রেফতার করে পুলিশ। মামলার নির্ধারিত তারিখে তাকে বরিশাল আদালতে হাজির করা হলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়।

এদিকে মামুনের আইনজীবীরা দাবি করছেন, এটি রাজনৈতিক প্রতিহিংসার অংশ। তবে পুলিশ বলছে, মামলাটি যথাযথ প্রক্রিয়ায় তদন্তাধীন রয়েছে।