ঢাকাশুক্রবার , ২৭ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

৪ হাজার পিস ই*য়া*বাসহ মা*দক কারবারি গ্রে*প্তা*র

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ২৭, ২০২৫ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে চার হাজার পিস ইয়াবাসহ মো. জয়নাল আবেদিন (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (২৭ জুন) সকালে যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবির গুলশান বিভাগের একটি টিম।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি- মাতুয়াইল এলাকার কোয়ালিটি টিম্বার অ্যান্ড স-মিলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের পাশে এক ব্যক্তি বিপুল ইয়াবাসহ অবস্থান করছেন। সেই অনুযায়ী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি বলেন, গ্রেপ্তার জয়নাল আবেদিন দীর্ঘদিন ধরে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।