ঢাকারবিবার , ২৯ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ক্রি*কেটের হা*রা*নো ঐ*তি*হ্য ফিরিয়ে আনার ঘো*ষ*ণা দিলেন বিসিবি সভাপতি

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ২৯, ২০২৫ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে বরিশালে লীগ না হওয়ায় এখানকার খেলোয়াড়দের সঙ্গে অবিচার হয়েছে। আমরা সেটি সংশোধন করব।’

রোববার সকালে বরিশালের জীবনানন্দ দাস স্টেডিয়ামে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৫ বছর (রজত জয়ন্তী) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিসিবি সভাপতি বলেন, ঢাকা থেকে মাত্র আধা ঘণ্টার আকাশপথে বরিশালে পৌঁছানো যায়।

বরিশালে বিপিএল আয়োজনের জন্য আমরা চিন্তাভাবনা করছি। এজন্য মাঠের কাঠামো উন্নয়নসহ বরিশালকে একটি ‘একটিভ’ ক্রিকেট বিভাগে রূপ দিতে চাই। তিনি আরও বলেন, বরিশালে ১০–১৫ বছর ধরে কোনো লীগ নেই। কোচিং নেই, কোর্স নেই, আম্পায়ারিং কোচিংও হয় না। এটা লজ্জার বিষয়।

আমরা এখানকার অনেক প্রতিভাবান খেলোয়াড় নষ্ট করে দিয়েছি। এখন সময় এসেছে নতুন করে শুরু করার। অনুষ্ঠানে বরিশালের স্থানীয় ক্রীড়া সংগঠক, সাবেক খেলোয়াড়, কোচ ও তরুণ ক্রিকেটারদের মাঝে আশার আলো জাগিয়েছে বিসিবি সভাপতির এই ঘোষণা।