ঢাকাবৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫

বাকেরগঞ্জে পারিবারিক কবরস্থানে বাউন্ডারি নির্মাণে প্রতিপক্ষের বাধা

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ৩, ২০২৫ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

তৌহিদুল ইসলাম, বাকেরগঞ্জ প্রতিনিধি :: বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নে ৩০ বছরের ভোগ দখলিয় জমিতে কবর স্হানের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজে বাধা প্রদান করেন স্হানীয় অজেদ হাওলাদারের পুত্র শাহআলম গংরা। অভিযোগ সূত্রে জানা যায়,নিয়ামতি ইউনিয়নের চামটা গ্রামের আলমগির হোসাইন এর স্ত্রী মোসাম্মৎ লাভলি হোসাইন এর নামে ১৯৯২সালে সাবকবলা দলিল করা হয়।
১৯৯২-১৯৯৩ সনে উক্ত সাবকবলা দলিল টি রেকর্ড সংশোধন করে ৮২৮ নং নামজারি খোলা হয়। উক্ত ৮২৮ নং খতিয়ানে লাভলি হোসাইন এর নামে ২.১৩ শঃ জমি রেকর্ড করা হয়। লাভলী হোসাইন এর স্বামী আলমগির হোসাইন জানান আমি আমার রেকর্ডীয় সম্পত্তি দীর্ঘ ৩২ বছর যাবত ভোগ দখল করে আসছি, আমি ৬৩১ নং দাগে ২.৩ শ: জমি ভোগদখল করতেছি। উক্ত দাগে মূলমালিকের জমি ২৫ শঃ বাকী জমি ক্রয় সূত্রে অন্যান্য মালিকরা ও মূল মালিক ভোগদখলে আছেন। মূল মালিকের সাথে শাহ আলম গং দের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে তারই জের ধরে শাহ আলম হাঃ পিতা, অজেদ গং উক্ত জমিতে আমাকে কাজ করতে বাধা প্রদান করে এবং কাজ বন্ধ না করলে সুযোগ মতো পেলে মারধর ও খুন করে গুম করবে বলিয়া হুমকি প্রদান করেন। এমনকি আমি আমার ভোগদখলকার জমিতে পারিবারিক কবর স্হানের জন্য যে বাউন্ডারি ওয়াল করতেছি তা রাতের আধারে ভেঙ্গে ফেলবে বলে হুমকি প্রদান করেন। আলমগির হোসাইন জানান এই শাহ আলম গং রা আইনকানুন ও সমাজের নিয়মনীতি পরোয়া করে না তারা জোর জুলুম করে চলে আমি তাদের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনে উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি।