
নিজস্ব প্রতিবেদক :: বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বরিশাল বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক রায়হান কায়সার ও জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন উচ্ছেদ কার্যক্রম পরিদর্শনকালে বলেন, দীর্ঘদিন অবৈধভাবে দখল করে রাখা পরেশ সাগর মাঠ ও আশপাশের সরকারি জমি উচ্ছেদ করে শিক্ষার্থীদের খেলার মাঠটি ফিরিয়ে দেওয়া হবে।
এ লক্ষ্যে মাঠটির বিভিন্ন স্থানে সংস্কার সহ নানান উন্নয়ন মূলক কার্যক্রম শুরু হয়েছে। তারা আরো বলেন, পরেশ সাগর মাঠ বরিশাল নগরীর একটি গুরুত্বপূর্ণ উন্মুক্ত স্থান, যা খেলাধুলা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য ব্যবহৃত হবে। মাঠটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে দখলে থাকার কারণে এর স্বাভাবিক ব্যবহার ব্যাহত হচ্ছিল। স্থানীয় জনগন, সাংবাদিক সহ অন্যান্যদের সহযোগিতা এ কার্যক্রম শুরু হয়।
অভিযানে উপস্থিত ছিলেন বিসিসির উচ্ছেদ শাখার কর্মকর্তাবৃন্দ, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্য, উচ্ছেদ দল, বিসিসির নিরাপত্তাকর্মী ও জিলা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা। স্থানীয়রা জানান, বেলস পার্কের পরে নগরবাসীর কাছে সবচেয়ে বেশি পরিচিত নাম পরেশ সাগর মাঠ। বিশেষ করে জিলা স্কুলের ছাত্রদের কাছে আরও বেশি। প্রতিবছর জিলা স্কুলের বার্ষিক স্পোর্টসও আয়োজিত হতো এই মাঠে।
কিন্তু অব্যবস্থাপনা ও দখলদারদের প্রভাবে ক্রমেই ছোট হয়ে যেতে শুরু করে ঐতিহ্যবাহী মাঠটি। প্রথমে দখলদারদের চিহ্নিত করে মাঠের বর্তমান অবস্থা ও দখলদারদের উচ্ছেদ অভিযান পরিচালিত হবে। এদিকে ঐতিহ্যবাহী পরেশ সাগর মাঠ দখলমুক্ত করে সৌন্দর্যবর্ধন ও খেলার উপযোগী করে তোলার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বরিশালের বিভিন্ন স্তরের মানুষ।