ঢাকাশুক্রবার , ৪ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ড্যাবের র*ক্ত*দান কর্মসূচি ও ফ্রি ব্লা ড গ্রু*পিং

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ৪, ২০২৫ ১২:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: জুলাই আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রক্তদান কর্মসূচি ও ফ্রি ব্লাড গ্রুপিং আয়োজন করা হয়েছে।বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ শাখা ও বরিশাল জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (০৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় এই কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সেচ্ছাসেবী সংগঠন- সন্ধানী, মেডিসিন ক্লাব ও যুব রেট ক্রিসেন্ট।আয়োজিত কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, জেলা দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, ড্যাব বরিশাল জেলা শাখা সভাপতি ডা. মো.কবিরুজ্জামান, সাধারণ সম্পাদক ডা. আবদুল মুনেম সাদ, ড্যাব বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ শাখা সভাপতি ডা. মো. নজরুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন (সাজিদ), বরিশাল মহানগর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাবুল মিয়া, বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি তরিকুল ইসলাম তারেক, আয়োজন উপকমিটির আহ্বায়ক ডা. শাখাওয়াত হোসেন সৈকত, সদস্য সচিব ডা. মো. ইশতিয়াক আহমেদ (রিফাত) সহ অন্যান্যরা।আয়োজিত রক্তদান ও ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচিতে শের ই বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা রক্তদানসহ সাধারণ মানুষের ব্লাড গ্রুপিংয়ে সহায়তা করেন।