ঢাকাশুক্রবার , ৪ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

থানায় ছেলের হাতে হা*ত*ক*ড়া দেখে পিতার মৃ*ত্যু

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ৪, ২০২৫ ১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: ফেনীতে থানায় গিয়ে ছেলের হাতে হাতকড়া দেখে স্ট্রোক করে এক পিতার করুণ মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) রাতে ফেনী মডেল থানায় এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা আলী হোসেন ফাহাদকে (২০) শর্শদি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বুধবার রাতে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সে শর্শদি ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

গ্রেপ্তারের খবর পেয়ে তারা বাবা আলী আকবর ফেনী মডেল থানায় ছেলেকে দেখতে যান। এ সময় ছেলের হাতে হাতকড়া দেখে সেখানে স্ট্রোক করেন হতভাগা পিতা। পরে তাকে নিকটস্থ ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাহাদের পিতা আলী আকবরকে (৫৫) মৃত ঘোষণা করেন। তিনি জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা যায়।

ফেনী গোয়েন্দা পুলিশের ওসি মর্ম সিংহ ত্রিপুরা কালবেলাকে জানান, ফেনী মডেল থানার পুলিশের অনুরোধে আমাদের সহযোগিতায় ফাহাদকে আটক করে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়। সে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন মামলার সন্দিগ্ধ আসামি।
ফেনী মডেল থানার ওসি তদন্ত সজল কান্তি শর্মা কালবেলাকে জানান, ফাহাদকে অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছিল। পরে তার পিতার মৃত্যু হওয়ায় সে নিজেও অসুস্থ হয়ে পড়ে। পরে আত্মীয়দের জিম্মায় পরবর্তীতে হাজির হওয়ার শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।