ঢাকাশনিবার , ৫ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় ট্রা*কের চা*পা*য় ৩ জনের প্রা*ণ*হা*নি

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ৫, ২০২৫ ১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যার আগে জেলার সদর উপজেলার জাফরপুরে বিজিবি-৬ ব্যাটালিয়ন ক্যাম্পের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটেছে।

এই দুর্ঘটনায় শিশুসহ আরও চারজন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে জানা গেছে, দু’জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়, একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে, ঘটনাস্থলে গিয়ে পুলিশের একটি দল কাজ করছে।