ঢাকাসোমবার , ৭ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দু*র্ঘ*ট*নায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় শি*ক্ষা*র্থী নিহ*ত

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ৭, ২০২৫ ৮:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক ::  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাসিবুল ইসলাম সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন।

রবিবার (৬ জুলাই) আনুমানিক সকাল সাড়ে নয়টার সময় বোনের বাসা থেকে বিশ্ববিদ্যালয়ে আসার পথে রাজধানীর মিরপুর-১১ এলাকায় তার মোটরসাইকেল ও উত্তর সিটি করপোরেশনের গাড়ির সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে তাকে রাজধানীর ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালেই দুপুর দুইটার দিকে হাসিব মৃত্যুবরণ করেন।

জানা যায়, চুয়াডাঙ্গার মাওলানা খন্দকার আমিনুল ইসলামের একমাত্র ছেলে ছিলেন হাসিবুল ইসলাম। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের মাঝে।
এদিন এশারের নামাজের পর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশবর্তী এলাকার খেজুরবাগানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষার্থী এবং হাসিবের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।