ঢাকাসোমবার , ৭ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

গোখরা সাপকে পো*ষ মানাতে গিয়ে প্রা*ণ গেল যুবকের

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ৭, ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ভোলার মনপুরা উপজেলায় শখের বসে বিষধর গোখরা সাপের খেলা দেখাতে গিয়ে মো. শাকিল হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৬ জুলাই) ভোরে মনপুরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শাকিল হোসেন উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোকন মাঝির ছেলে।

শাকিলের পরিবার সূত্রে জানা গেছে, ১৫ দিন আগে স্থানীয় মোয়াজ্জেম সৈয়াল নামের এক ব্যক্তির বাড়ি থেকে শাকিল গোখরা সাপ ধরে আনে। পরে এটিকে পোষ মানানোর চেষ্টা করেন। শনিবার বিকেলে বেড়িবাঁধ এলাকায় নিয়ে সবার সামনে খেলা দেখাতে যান। এ সময় সাপটি পায়ে কামড় দেয়। সাপে কামড় দেওয়া ক্ষতস্থানে মুখ দিয়ে বিষ নামান। বিষ নেমেছে ভেবে সাপটিকে নিয়ে বাড়িতে এলে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা স্থানীয় এক ওঝার কাছে নিয়ে গেলে বিষ নামিয়ে পায়ের বাঁধন খুলে দেন। পরে অবস্থার অবনতি হওয়ায় মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

চিকিৎসকরা জানান, সাপ কামড় দিলে নিজের মুখ দিয়ে বিষ নামানোর কোনো উপায় নেই। এ ধরনের বিষাক্ত সাপ লালনপালন করা বা তার সঙ্গে খেলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যা মৃত্যুর কারণও হতে পারে।
মনপুরা থানার ওসি আহসান কবীর বলেন, সাপের কামড়ে যুবকের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।