
নিজস্ব প্রতিবেদক :: পটুয়াখালীর কুয়াকাটায় অতিরিক্ত মদ্যপান করে সমুদ্রে নেমে সমুদ্রে তলিয়ে যাওয়া এক পর্যটককে জীবিত উদ্ধার করেছে কুয়াকাটার ফটোগ্রাফার সহ স্থানীয়রা।
সোমবার বিকেলে সোহেল রানা (৪৫) নামে এক পর্যটক জিরো পয়েন্টের কাছাকাছি সমুদ্র সৈকত থেকে অর্ধচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। ওই পর্যটক গাইবান্ধা জেলার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ৪৫ বছর বয়সী এক পর্যটক সাগরে গোসল করার জন্য সৈকতে আসেন।
তখন তিনি পুরোপুরি মাতাল অবস্থায় ছিলেন। সতর্ক করা সত্বেও তিনি পানিতে নেমে পড়েন এবং কিছুক্ষনের মধ্যেই তিনি তলিয়ে যান। সৈকতে থাকা ফটোগ্রাফার তাৎক্ষণিক চেষ্টায় অর্ধচেতন অবস্থায় কিনারায় নিয়ে আসে। অতিরিক্ত মদ সেবনে সে কথা বলতে পারছিল না।
টুরিষ্ট পুলিশ কুয়াকাটার সহকারি পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন,বিকেলে মধ্যপান অবস্থায় এক পর্যটককে সৈকত থেকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তার পরিবারের সাথে যোগাযোগ করে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।