ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মোহাম্মদপুরে ত*র্কা*ত*র্কি*র জেরে একজনকে গু*লি করে হ*ত্যা

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ১৭, ২০২৫ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: রাজধানীর আদাবর থানার নবোদয় হাউজিং এলাকায় মো. ইব্রাহিম নামে এ ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মো. ইব্রাহিম ঘটনাস্থলেই মারা গেছেন। তিনি প্রাইভেট কারের চালক ছিলেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। হামলায় ব্যবহৃত অস্ত্রটি গুলিভর্তি ম্যাগজিনসহ উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান কালবেলাকে জানান, দুই পক্ষের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে সালিসে বসেছিল। তখন তর্কাতর্কির এক পর্যায়ে এক পক্ষ আরেক পক্ষকে গুলি করে। তখন ইব্রাহিম ঘটনাস্থলে জানা যান।

তিনি আরও বলেন, এ ঘটনায় অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে। তদন্তের পর আরও বিস্তারিত জানা যাবে।