
নিউজ ডেস্ক :: রাজবাড়ীতে চাঁদা না দেওয়ায় ডায়াগনস্টিক সেন্টার মালিককে পিটিয়ে আহত করার ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত এজাহারনামীয় আসামি মো. রানা মিয়া ওরফে বোতল রানাকে গ্রেপ্তার করেছে।রোববার (২৭ জুলাই) বিকেল এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরীফ আল রাজীব।
এর আগে, রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানার যৌথ টিম অভিযান পরিচালনা করে শনিবার (২৬ জুলাই) দুপুর ২টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো.রানা মিয়া ওরফে বোতল রানা রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের নিয়ামত শেখের ছেলে।
জানা গেছে, রাজবাড়ী সদর হাসপাতালের সামনে আল রাজি ডায়াগনস্টিক সেন্টারের মালিক সিদ্দিক শেখের কাছে এজাহার নামীয় ১নং আসামি পুড়া পলাশ, ২নং আসামি খুর মানিক, ৩নং আসামি বতল রানা, ৪নং আসামি কুটি বিশ্বাস ও ৫নং আসামি লাবলু বিশ্বাস সহ অজ্ঞাতনামা ৪/৫ জন চাঁদা দাবি করলে চাঁদা না দেওয়ায় আসামিরা গত ১৪ জুলাই দুপুর দেড়টার দিকে সজ্জনকান্দা সদর হাসপাতালের সামনে পাকা রাস্তার ওপর ডায়াগনস্টিক সেন্টারের মালিক সিদ্দিক শেখকে ধারালো চাপাতি ও লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে এই ঘটনায় আহত ডায়াগনস্টিক সেন্টারের মালিক সিদ্দিক শেখ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছিলেন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরীফ আল রাজীব বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার বোতল রানা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং তার দেখানো মতে মারামারির কাজে ব্যবহৃত লোহার রড উদ্ধারপূর্বক জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।
তিনি আরও বলেন, এই মামলার গ্রেপ্তারকৃত আসামি বোতল রানাসহ এজাহারনামীয় মোট ৫ জন আসামির মধ্যে তিনজন এবং তদন্তে প্রাপ্তি একজনসহ মোট ৪ জন আসামিকে গ্রেপ্তার হয়েছে।