ঢাকাবৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

এনসিপির জুলাই পদযাত্রা স মা প্ত

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ৩১, ২০২৫ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি সমাপ্ত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) রাতে এই কর্মসূচি সমাপ্ত হয়। জুলাই মাস জুড়ে দলটি সারা দেশে পথসভা ও পদযাত্রা কর্মসূচি পালন করে।

দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন বলেন, রোদ-বৃষ্টি-ঝড় ও নানা বাধা অতিক্রম করে সাভারের বাইপাইলে পথসভার মধ্য দিয়ে শেষ হয়েছে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা। বুধবার রাত সাড়ে ১১টায় পদযাত্রার বহর নিয়ে শীর্ষ নেতারা এনসিপির প্রধান কার্যালয়ে এসেছেন।
তিনি জানান, কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছালে তাদের ফুল দিয়ে বরণ করে নেন এনসিপির ঢাকা মহানগরের নেতারা।