ঢাকাশুক্রবার , ৭ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালের বেলস পার্কে ১০দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ৭, ২০২৫ ১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের বেলস পার্কে ১০দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু।

বরিশালে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) জেলা কার্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ৬ থেকে ১৫ নভেম্বর ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার নগরীর বেলস পার্কে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের পরিচালক খোন্দকার আনোয়ার হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশের অর্থনৈতিক সচ্ছলতা, বেকারত্ব দূরীকরণ ও বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে ক্ষুদ্র ও কুটির শিল্পোদ্যোক্তার কোন বিকল্প নেই। দেশের রির্জাভকে সমৃদ্ধ করতে বৈদেশিক মুদ্রার প্রয়োজন রয়েছে, তা অর্জনে উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের উৎসাহিত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নীতিগত সহায়তা, ঋণ সুবিধা এবং বাজার সৃষ্টির সুযোগ করেছে।
উদ্যোক্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, বৈদেশিক মুদ্রার বাজার ধরতে হলে পণ্যের গুণগত মান আন্তর্জাতিক বাজারের উপযোগী করতে হবে। ক্রেতাদের চাহিদা এবং বিশ্বব্যাপী প্রতিযোগিতার কথা মাথায় রেখে পণ্যের মান উন্নত করতে হবে। মানসম্মত পণ্য উৎপাদনের পাশাপাশি আকর্ষণীয় প্যাকেজিং এবং সঠিক ব্র্যান্ডিংয়ের মাধ্যমে তা বিদেশি ক্রেতাদের কাছে আরও বেশি গ্রহণযোগ্য করে তোলার ব্যাপারে তিনি গুরুত্বারোপ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ সুপার মো, শরিফ উদ্দীন, উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইমদাদ হুসাইন, বিসিকের উপমহাব্যবস্থাপক আবুল বারাকাত মো. আব্দুর রহমান বিশেষ অতিথির বক্তৃতা করেন। স্বাগত বক্তৃতা করেন বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম।
মেলায় প্রায় ৭৫টি স্টল স্থান পেয়েছে। এসব স্টলে উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন রঙের বাহারি পোশাক, শিশুদের কাপড়, পাটের তৈরি বিভিন্ন সামগ্রী, মেয়েদের রূপচর্চার নানা-সামগ্রী, দেশি-বিদেশি মেকাপ, হস্তশিল্প ও মৃৎশিল্প সামগ্রী মেলায় স্থান পেয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।