ঢাকাবৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে আধিপ*ত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘ*র্ষ : লিটুকে পি*টি*য়ে ও রগ কে*টে হ*ত্যা

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ৩১, ২০২৫ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের এয়ারপোর্ট থানাধীন লাকুটিয়া সড়কের বিল্লাবাড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে লিটন সিকদার লিটু (৩৮) নামে এক যুবককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে আজ (৩১ জুলাই) বৃহস্পতিবার সন্ধ্যায়। স্থানীয়দের ভাষ্য মতে, দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন নিহত লিটু। তার বিরুদ্ধে নানা অভিযোগ জমে উঠছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিল্লাবাড়ি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় সংঘর্ষে লিটুকে প্রথমে পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরে তার পায়ের রগ কেটে দেওয়া হয়। ঘটনাস্থলেই তিনি মারা যান বলে জানা গেছে।

এই ঘটনায় আরও অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাতেই ঘটনাস্থলে পৌঁছান। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। নিহত লিটনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বিস্তারিত আসছে…