
নিজস্ব প্রতিবেদক :: পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গলাচিপা সরকারি কলেজের বিএম শাখার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আসিফকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্র জানায়, আসিফ গলাচিপা সদর ইউনিয়নের নিজেদের বাড়ির দেয়ালে ‘হটাও ইউনুস, বাঁচাও দেশ’ লিখে রাখে।
এই অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসিফ গলাচিপা সদর ইউনিয়নের ইসা প্যাদার ছেলে।
এ বিষয়ে গলাচিপা থানা সূত্র জানায়, আসিফের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।