ঢাকাসোমবার , ১১ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আপন বোন ও তার প্রেমিককে খু ন করল ভাই

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ১১, ২০২৫ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: ভারতের উত্তরপ্রদেশের ঝাঁসি জেলার গারউথা এলাকায় রাখি বন্ধন উদযাপনের পর ২৫ বছর বয়সী অরবিন্দ নামের এক যুবক তার বোন পুট্টিকে হত্যা করেছে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশের তথ্য মতে, পুট্টির প্রেমের সম্পর্ক তার পরিবার মেনে নিতে পারেনি, যার কারণে অরবিন্দ ক্ষিপ্ত হয়ে এই হত্যাকাণ্ড ঘটায়।

১৮ বছর বয়সী পুট্টির প্রেমিক বিশালের সঙ্গে চার মাস আগে সে পালিয়ে গিয়েছিল। পরে পরিবারের অনুরোধে তারা ফিরে আসে এবং দুই পরিবার মাঝে কিছুটা সমঝোতা হয়। কিন্তু সম্প্রতি আবার তাদের যোগাযোগ শুরু হলে অরবিন্দ ক্ষুব্ধ হয়ে বন্ধু প্রকাশ প্রজাপতির সঙ্গে মিলে তাদের হত্যা পরিকল্পনা করে।

৭ আগস্ট অরবিন্দ ও প্রকাশ বিশালকে চাকরি দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করে। এরপর ১০ আগস্ট রাখি বন্ধন উদযাপনের দিন অরবিন্দ পুট্টিকে বাড়ি থেকে বের করে নিয়ে নির্জন স্থানে হত্যা করে। পুট্টির মরদেহ চন্দ্রপুরা গ্রামের দাদা মহারাজ প্ল্যাটফর্মের কাছে মাথা কামানো অবস্থায় পাওয়া গেছে।

পুলিশ অরবিন্দ ও প্রকাশকে গ্রেপ্তার করেছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

ঘটনাটি এলাকায় শোক ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।