ঢাকামঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫

তন্দুর রুটির ভেতর মিলল আ স্ত টিকটিকি! (ভিডিও)

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ১২, ২০২৫ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: দোকান থেকে তন্দুর রুটি কিনেছেন খাবেন। তবে প্যাকেট খুলে কিছুটা খাওয়ার পরই দেখতে পান রুটির ভেতর আস্ত এক টিকটিকি রয়েছে। মরা এ টিকটিকিসহ-ই রুটিটি বেক করেছেন দোকানি।
ঘটনাটি ঘটেছে ভারতের কানপুরে। সংবাদমাধ্যম এনডিটিভি মঙ্গলবার (১২ আগস্ট) জানিয়েছে, জিটি রোড মহাসড়কের বাজপাই নামে একটি দোকান থেকে কয়েকটি তন্দুর রুটি কেনেন ক্রেতা। এরপর একটির মধ্যে তিনি টিকটিকি দেখতে পান।

ইন্সটাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েকটি তন্দুর রুটির একটির মাঝে টিকটিকিটি রয়েছে। ক্ষুব্ধ ক্রেতা ফয়েল পেপার খুলে সেটি দোকানিকে দেখাচ্ছেন। ওই সময় ক্রেতা বলেন, “এখানে আস্ত একটি ছোট টিকটিকি রয়েছে। এটি ছোট কোনো কিছু নয় যে ভুলে রুটির মধ্যে ঢুকে গেছে। টিকটিকিটি অনেক বড়।” ক্রেতা জানান, রুটিগুলোর কিছু অংশ খেয়ে তারা বমি করেছেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর কানপুরের খাদ্য নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা দোকানটিতে যান। খাদ্য কর্মকর্তা সঞ্জয় কুমার জানিয়েছেন, ওই দোকানের ভেতর তারা অনেক ময়লা দেখেছেন। দোকান থেকে তন্দুরি পনির ও সবজির সেম্পল নেওয়া হয়। এরপর দোকানটি সিল করে দেওয়া হয়।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ভিডিও দেখে খাদ্য কর্মকর্তারা দোকানে অভিযান চালিয়েছেন। ওই ক্রেতা তাদের কাছে কোনো অভিযোগ দেননি। তাই দোকানির বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের করা হয়নি। দোকানটির মালিক সোনু বাজপাই কোনো ধরনের মন্তব্য করেননি। এছাড়া এটি কবের ঘটনা তাও নিশ্চিত নয়।