ঢাকাশুক্রবার , ৭ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাউফলের কুখ্যাত সন্ত্রাসী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামি ‘মামুন’ ডিবির খাঁচায় বন্দি

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ৭, ২০২৫ ১২:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: পটুয়াখালীর বাউফলের ‘কুখ্যাত সন্ত্রাসী’ হত্যা, ধর্ষণ, চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামি মামুন হাওলাদার ওরফে ‘চোরা মামুন’ ডিবির খাঁচায় বন্দি। বৃহস্পতিবার (০৬ নভেম্বর, ২০২৫) সন্ধ্যা সোয়া ৭টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে পশ্চিম নওমালা নেছারিয়া ফাজিল মাদ্রাসার পেছনে সন্ত্রাসি কর্মকাণ্ড সংঘটিত করার জন্য সংঘবদ্ধ হওয়ার খবর পেয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করে ডিবি পুলিশ। নওমালা ইউপির ০৬ নং ওয়ার্ডের মৃত কাদের হাওলাদারের পুত্র মামুন ওরফে চোরা মামুন।

অনুসন্ধানে জানা যায়, ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে কামাল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিল এই মামুন হাওলাদার। সে এলাকায় চোরা মামুন নামে খ্যাত। নওমালা ইউপির নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদে থাকার কারণে এলাকায় মারামারি, চাঁদাবাজি, দিনদুপুরে প্রতিপক্ষের ঘরে আগুন, পুকুরের মাছ লুট, ধর্ষণসহ বহু মামলা আছে সন্ত্রাসি মামুনের বিরুদ্ধে। এছাড়াও কালাইয়া-ঢাকায় যাতায়াতকারী লঞ্চে চুরির অভিযোগ রয়েছে এই মামুনের বিরুদ্ধে। যাত্রী সাধারণের মালামালসহ টাকা-পয়সা নিয়ে নদীতে ঝাঁপিয়ে পরার একাধিক গুঞ্জন তার বিরুদ্ধে।

সন্ত্রাসি মামুনের গ্রেফতারের খবর শুনে এলাকায় আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। অনেকে মিষ্টিমুখ করছে। নির্যাতিত নারীরা ডিবি পুলিশকে দোয়া করছে বলে একাধিক সূত্রে জানা গেছে।

মামলার বিবরণ : ১। পটুয়াখালীর বাউফল থানার এফআইআর নং-১/৩২৪, তারিখ : ০১ নভেম্বর, ২০২১, ধারা-১৪৩/৩২৩/৩২৬ পেনাল কোড-১৮৬০।

২। পটুয়াখালীর দশমিনা থানার এফআইআর নং-১২/১৭৪, তারিখ-২৬ সেপ্টেম্বও, ২০১৭, ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬, পেনাল কোড-১৮৬০।

৩। পটুয়াখালীর বাউফল থানার এফআইআর নং-২১/১১৩, তারিখ-২৩ এপ্রিল, ২০১১, ধারা-১৪৩৪৪৭/৩২৩/৩২৬/৩৭৯/১১০ পেনাল কোড-১৮৬০।

৪। পটুয়াখালীর বাউফল থানার এফআইআর নং-৯/৩৩২, তারিখ-৮ নভেম্বর, ২০২১, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩৭৯/৩০৭ পেনাল কোড-১৮৬০, সৎসহ ৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধনী) আইন, ২০১৯।

৫। পটুয়াখালীর বাউফল থানার এফআইআর নং-১১/৩৩৪, তারিখ-১৫ নভেম্বর, ২০২১, এজাহার অভিযুক্ত।

৬। পটুয়াখালীর বাউফল থানার এফআইআর নং-২৯/৬৩, তারিখ-২৫ ফেব্রুয়ারি, ২০২১, ধারা-৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধনী) আইন, ২০১৯।

৭। পটুয়াখালীর বাউফল থানার এফআইআর নং-১৫/৪৯, তারিখ-১৩ ফেব্রুয়ারি, ২০১৩, ধারা-১৪৩/৪৪৮/৩৫৩/৪২৭/৫০৬ পেনাল কোড-১৮৬০ এবং

৮। পটুয়াখালীর বাউফল থানার এফআইআর নং-২০/৭৪, তারিখ-২৩ মার্চ, ২০১৯; ধারা-১৪৭/১৪৮/৩৩২/৩৩৩/৩৫৩ পেনাল কোড-১৮৬০; মামলা সমূহে অভিযুক্ত।