ঢাকাসোমবার , ১৭ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুকে টোল-হ্যারেজমেন্টের প্রতিবাদে বরিশালের মে জেসিকা জুইয়ের আবেগঘন অনুরোধ

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ১৭, ২০২৫ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ফেসবুকে টোল, রোস্ট ও নানান ধরনের অনলাইন হ্যারেজমেন্টের শিকার হয়ে বরিশালের শান্তিপ্রিয় মানুষের প্রতি আবেগঘন আহ্বান জানিয়েছেন জেসিকা জুই। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি, ভিডিও ও ব্যক্তিকে নিয়ে কৌতুক, রোস্ট বা বিদ্রূপমূলক কনটেন্ট ছড়িয়ে পড়ায় তিনি চরম মানসিক চাপে রয়েছেন বলে জানান।

জেসিকা জুই বলেন, “বিনোদনের নামে করা কিছু রোস্ট বা মজার পোস্ট একজন মেয়ের জীবনে কতটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে—তা অনেকেই উপলব্ধি করেন না। আজ আমি একজন মেয়ে; ভবিষ্যতে আমি কারো স্ত্রী হব, সন্তানের মা হব। কিন্তু আজ সোশ্যাল মিডিয়াতে আমাকে নিয়ে ছড়ানো কনটেন্ট ভবিষ্যতেও থেকে যাবে, আমার স্বাভাবিক জীবনযাপনকে  অতিষ্ঠ করে তুলছে  আমি শান্তিতে বাঁচতে চাই  ।”

তিনি আরো জানান, এসব কনটেন্ট শুধু তাকে নয়—তার পরিবার ও ভবিষ্যৎ সন্তানকেও দীর্ঘস্থায়ী মানসিক চাপে ফেলতে পারে। এ কারণে জেসিকা জুই অনলাইনে তার সম্পর্কে প্রকাশিত সকল রোস্ট, মিম, অপমানজনক মন্তব্য ও ভিডিও ডিলিট করার অনুরোধ জানান।

“একজন মানুষের জীবন, মানসিক শান্তি আর ভবিষ্যত নিয়ে মজা করা কোনভাবেই মানবিক নয়। আমাকে সম্মান দিন; কারো জীবন নিয়ে মজা করবেন না”—যোগ করেন তিনি।

অনলাইন নিরাপত্তা ও ব্যক্তিগত মর্যাদা রক্ষায় সচেতনতার ডাক দিয়েছেন জেসিকা জুই।