
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ১৬ বছরের কিশোরীকে অপহরণের অভিযোগ।
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ১৬ বছরের কিশোরী একাদশ শ্রেণীর ছাত্রীকে অপহরণ করার অভিযোগে ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে বাকেরগঞ্জ থানার ওসিকে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেছেন। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হলেন : বাকেরগঞ্জ উপজেলার ঢাপরকাঠি গ্রামের মোহাম্মদ সাব্বির গাজী, রেনু বেগম, সেলিম গাজী, তুষার, মানিক শিকদার। বাকেরগঞ্জের ৪ নং দুধল ইউনিয়নের ঝর্ণা বেগম মামলায় উল্লেখ করেন-তার মেয়ে বাকেরগঞ্জের দুধল ইউনিয়নের জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। তার মেয়ে কলেজে আসা-যাওয়ার পথে এক নম্বর আসামি সাব্বির গাজী বাদির কন্যাকে প্রেমের প্রস্তাব দেয়। এতে রাজি না হলে ২০২৫ সালের ১৭ নভেম্বর আসামিরা বাদির কন্যাকে জোরপূর্বক মোটরসাইকেলে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় রোববার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করলে বিচারক তা আমলে নিয়ে উপরোক্ত নির্দেশ দেন।


